Monday, December 19, 2011

Traveler's Guide by me

বাংলাদেশে দেখার জায়গার অভাব নেই। অভাব কেবল তথ্য আর অবকাঠামোর।...
অনেকটা নিজের তাগিদেই এই সংক্রান্ত লেখাগুলো খুজে খুজে একত্রিত করে রাখা শুরু করলাম। এটা অনেকটাই ছিল অবিন্যস্ত, তবে নিজের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। পরবর্তীতে মনে হল এটা যদি শুধু নিজের কাজে না লেগে অন্যের কাজেও লাগে তবে তো পরিশ্রমটা অনেকটাই সার্থক হয়। সেই চিন্তা থেকে এটাকে সুবিন্যস্ত করার কাজে লাগলাম।... 
সর্বমোট এই ৯টি জায়গা নিয়ে লিখতে গিয়ে অনেক সময় ও শ্রম দিতে হলেও আনন্দ পেয়েছি প্রচুর। বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই নয়টি স্পটের মধ্যে সিলেট এবং কুয়াকাটা আমার জন্য একেবারেই অচেনা। কাজেই এ দুটি লেখায় অনেকাংশেই অন্যের অভিজ্ঞতা বা বর্ণনার সাহায্য নিয়েছি। কোন কোন জায়গাতে অন্যের লেখার লাইন বা প্যারা হুবুহু কপি-পেস্ট করেছি। আবার অনেক জায়গাতেই ভাষাগুলোকে সামান্য রদবদল করতে হয়েছে। তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ। বানানের দিকেও চেষ্টা করেছি নজর রাখতে। এরপরও অনেক জায়গাতেই যে ভুল পাওয়া যাবে সেটা বলাই বাহুল্য। ইনশাল্লাহ পরর্বতীতে আরো নির্ভুল, আরো গোছানো আর সমৃদ্ধ একটা সংষ্করন করার ইচ্ছা রইল।
    Click the link below to download the pdf file. If any problem feel free to inform me.

No comments:

Post a Comment