Sunday, February 12, 2012

Saint Martin

কিছুদিন আগে সেন্ট মার্টিন ঘুরে গেলাম। এর আগে প্রায় বছর সাতেক আগে একবার গিয়ে সেইদিনই ফিরে এসেছিলাম। তাও অধিকাংশ সময় কাটিয়েছিলাম ছেড়া দ্বীপে। যার ফলে সেন্টমার্টিন কিছুই দেখা হয়নি তখন। এইবার তাই সেন্টমার্টিনে একরাত কাটাবার প্লান করেই যাওয়া। বেশ খানিকটা দেখা হয়েছে। ভবিষ্যতে ইচ্ছা আছে দুইদিন থাকার।



অনেকেই দ্বিধাদ্বন্দে থাকেন সেন্টমার্টিনে কি দেখার আছে বা কি করার আছে। থাকার ভাল জায়গা আছে কিনা সেটা নিয়েও অনেকে সন্দিহান। তাদের জ্ঞাতার্থে বলছি এসব জায়গায় প্রায় ১০ বছর আগে থেকেই চমতকার সব থাকার জায়গা গড়ে উঠেছে। নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভাল। আর সেন্টমার্টিনের মূল আকর্ষন এর peaceful environment. সেটা পাওয়া যাবে না সেখানে না থাকলে। নীচে জনপ্রিয় হোটেলগুলোর একটা ম্যাপ দেবার চেষ্টা করলাম সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে ।
এর মধ্যে Prasad Paradise যদিও renound একটা হোটেল। কিন্তু Blue MArine is the best for its nice location, cleanliness and aristrocracy. অবকাশ থেকে যদিও sunset দেখা যায় তবে এর নোংরা আর পুরান ভাব চোখে পড়ার মত।
তবে আমার কাছে যেখানে থেকে সবচেয়ে ভাল লেগেছে ছিমছাম পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সেটা Blue Sea Eastern Resort. জাহাজ ঘাট থেকে মাত্র ৫ মিনিট হাটা পথ। কোন হৈ হট্টগোল নেই। খরচও reasonable.

সমুদ্র বিলাস সকলেরই জানা made by Humayun Ahmed। যদিও এখন সম্ভবতঃ ভাড়া দেওয়া অন্য কারো কাছে। তবে এখানে থাকার খুব একটা আকর্ষন বোধ করিনি। জনপ্রিয় হোটেলগুলোর মধ্যে নীল দিগন্ত রিসোর্টের Location আমি বের করতে পারিনি। কেউ এ বিষয়ে আমাকে সাহায্য করলে খুশী হব।

Click the play button inside the map to enlarge.