Tuesday, August 30, 2011

Mobile

মোবাইল নিয়ে fascination এখন কার না আছে। যদিও একেকজনের পছন্দের ধরন একেকরকম। কেউ Outlook কে ১ নম্বরে রাখে। সাথে Style, colour, slim এগুলো তো বটেই। অধিকাংশ মানুষেরাই এর পরে যেটা খুজে সেটা হোল sound quality, especially mp3 file play করতে গিয়ে । দাম তো একটা factor অবশ্যই।

তবে আমার কাছে পছন্দের মাপকাঠি প্রধানতঃ  ২ টা ।
১) It must be PDA (Personal Digital Assistant). যেটাকে palmtop, handheld, smartphone এসব নামেও ডাকা হয়। এটার মধ্যেও তারতম্য আছে তবে complete হল আমার বিচারে তখনই যখন এখানে office file অর্থাৎ word, excel এসব edit করা যাবে। নইলে internet এখন প্রায় সব mobile এই আছে। এমনকি pdf reader ও অনেকগুলোতেই support করে। অনেক তথাকথিত smart phone (যেমন samsung এর নিচের brandগুলো, Grameen এর crystal) office file শুধু view করতে পারে edit করতে পারে না। তবে এটাও ঠিক, excel আর word দিয়ে কয়জনই বা কাজ করে বিশেষতঃ রাস্তা-ঘাটে।স
২) দাম

এর সাথে -
৩) Speed (অর্থাৎ processor)
4) GPS পেলে খুবই ভাল।
সব দিক বিবেচনা করে আমার প্রথম পছন্দ htc(২০০৮ থেকে ব্যাবহার করছি) . Next samsung (শুনে শুনে)

যাহোক mobile এর যাচাই বাছাই এর best site হোল... gsmarena.com

আর ইউটিউবে সচিত্র প্রতিবেদন দেখতে চাইলে (যদিও কথা বুঝতে খুব অসুবিধা হয়)...


Tuesday, August 16, 2011

How old R U?


Poodwaddle.com

Time Zone Clock

div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<embed src="http://www.poodwaddle.com/applets/tzclock.swf" width="280" height="280" bgcolor="#ffffff" type="application/x-shockwave-flash" />
<a href="http://www.poodwaddle.com">Poodwaddle.com</a>

ঢাকাঃ ১৮৭২-১৯০৪

রমনা গেট (১৯০১): বর্তমানের দোয়েল চত্তর


চকবাজার মোড় (১৯০৪): বর্তমানের নাজিমউদ্দিন রোড


ঢাকা কলেজ (১৯০৪)


ঢাকেশ্বরি মন্দির (১৯০৪)


লালবাগ কেল্লা (১৮৭২)


মিডফোর্ড হাসপাতাল (১৯০৪): বর্তমানে সলিমুল্লাহ মেডিকেল কলেজ


নর্থবুক হল (১৯০৪): বর্তমানে নর্থবুক হল রোড


ঢাকার একটি বৃটিশ অফিসার মেস (১৯৩৪)


পুরাতন ঢাকা কলেজ (১৮৭২)


লালবাগ কেল্লার ভিতর পরিবিবির মাজার (১৯০৪)


পুরানা পল্টন (১৮৭৫)


ঢাকার একটি অচেন সড়ক (১৮৭২)


চকবাজার (১৮৭৫)


তুরাগ নদীর উপর টংগী ব্রীজ (১৮৮৫)


ঢাকার নবাবের হরিণ পার্ক (১৮৭৫): বর্তমানের রমনা পার্ক


বুড়িগংগা নদী (১৮৮০)


নারিন্দা খ্রীষ্টান গ্রেভ ইয়ার্ড (১৮৭৫)


থমাস চার্চ ঢাকা (১৮৭২)


ধোলাইখালের ষ্টীল ব্রীজ (১৯০৪): বর্তমানের লোহারপুল

Google এর যত তেলেসমাতি

Google এর search engine এর সাথে সবাই পরিচিত কিন্তু গুগলের আরো অনেক কাজের জিনিষ আছে যার সবগুলো আমাদের অনেকেরই জানা নেই। একটু দেখে নেয়া যাক সেগুলো কি কি ?

G mail: এটার কথাও কারুরই অজানা নয়। তবে অনেকেই জানে না এটা দিয়ে U.S.A এবং Canada তে free phone করা যায় (সরাসরি Landphone কিম্বা Mobile এ)। Skype এর মত pc to pc video calling ( এবং audio calling তো বটেই) করাও সম্ভব।

Google Translate: google এর service এর মধ্যে এটা একটা চমতকার service. English থেকে বাংলা কিম্বা বাংলা থেকে English শুধু শব্দার্থ নয় sentence translate করার সুবিধাও এখানে আছে। যদিও এখনও এটা প্রাথমিক পর্যায়ে আছে।
http://translate.google.com/

Friday, August 5, 2011