Saturday, July 30, 2011

The Amazing Bangladesh

Bangladesh has got some hidden beauties still to be discovered by many people. Here you can find some of those.
Sundarban

Sensational Sundarban: Part 1





Sensational Sundarban: Part 2




Tiger Project Part 1




Tiger Project Part2




Tiger Project Part3


Tiger Project Part4






Bangladesh as a whole


Discover Bangladesh:


BANDARBAN

Nafakhum Fall



The Best Fall of Bangladesh (HamHam Or Hammmam Fall)




KHAGRACHARI

Alutila Cave




Alir cave 







Saturday, July 9, 2011

সুসং দূর্গাপুর/বিরিসিরি যেতে চান?



প্রথমেই দূর্গাপূর আর বিরিসিরি দুইটা নাম পরিষ্কার করে নেই কারন আমি নিজেও সেখানে যাবার আগে এটা নিয়ে দ্বন্দে ছিলাম। দূর্গাপূর হচ্ছে উপজেলা যার মধ্যে আছে বিরিসিরি নামের একটা জায়গা যেটা মূল দূর্গাপুরে ঢোকার কয়েক কি.মি. আগে পড়ে। এ জায়গাটি মূলতঃ গারো উপজাতি অধ্যুষিত। এখানেই আছে উপজাতি কালচালারাল একাডেমী। দূর্গাপূরের থাকার ভাল জায়গাগুলো এখানে পাবেন। ওয়াই.এম.সি.এ. এবং ওয়াই.ডব্লিউ.সি.এ এদুটিও এখানেই অবস্থিত।

কিভাবে যাবেনঃ
মহাখালী থেকে বিরিসিরির ডাইরেক্ট বাস আছে, প্রথম বাস সকাল ৭:৩০ মিনিটে ছাড়ে। এরপর প্রতি ৪৫ মিনিট অন্তর একটা বাস ছেড়ে যায়।ভাড়া নেবে ১৮০ টাকা। সেমিলোকাল বলা চলে। সময় লাগে প্রায় ৫ ঘন্টা। বিরিসিরি বাজার পর্যন্ত বাস যাবে। বিকল্প হিসাবে ঢাকা থেকে ভাল বাসে (এনা-১২০ টাকা/এ.সি. শামীম-১৬০ টাকা) ময়মনসিংহ গিয়ে ওখান থেকে মাইক্রোবাস ভাড়া নিতে পারেন। খুব সকালে (৬টা) ঢাকা থেকে রওনা দিয়ে এভাবে হয়তো ১১টার দিকে পৌছাতে পারবেন দূর্গাপূর। শেষের ৮-১০ কি.মি. রাস্তা খুবই খারাপ।

[শীতকালে পথটা সহজ হলেও বর্ষাকালে (অর্থাৎ মে-নভেম্বর) যাওয়াটা একটু সমস্যা। বাস যেখান পর্যন্ত যাবে (জারিয়া/জাইরার বাজার/ঝাঞ্ঝাইল/শুকনা খড়ি) সেখানে নেমে সামান্য একটু হেটে কিম্বা রিক্সায় গিয়ে আবার একটা ছোট্ট নদী (কংশ) পার হতে হবে ইঞ্জিন বোটে। ৫ মিনিটে এই নদী পার হয়ে ওপাশ থেকে সবচেয়ে দ্রুতগতির যানবাহন হিসাবে মটরসাইকেল ভাড়া পাওয়া যায় (বাস আর টেম্পুর কথা নাইবা বললাম) । একেক মটরসাইকেল ৭০-৮০ টাকা নেবে। দুইজন তাতে চড়তে পারবেন (একজন গেলেও তাই)। মটর সাইকেল এ ৮-১০ কি.মি. ভাঙ্গাচোরা পথ পেরিয়ে প্রায় ২০ মিনিট পর পৌছুবেন বিরিসিরি কিম্বা দূর্গাপুর ।]

সোমেশ্বরীর পাড়ে নদী থেকে তোলা কয়লার স্তুপ


শেষ বিকালে সোমেশ্বর নদী

কোথায় থাকবেনঃ
ছোট গ্রুপের (২-৪জন) জন্য যেটা সবচেয়ে ভাল থাকার জায়গা হবে সেটা হচ্ছে স্বর্ণা রেস্ট হাউজ। বাস যেখানে থামবে সেখানেই এটা নতুন গড়ে উঠেছে। বাইরে থেকে দেখতে যদিও খুব একটা আহামরি কিছু না। ৪০০ টাকার মত ভাড়া পড়বে ডাবল বেডের একেকটা রুম। এ.সি. রুমও খুব শীঘ্রি বোধহয় এরা চালু করবে।
YWCA এর জায়গাটাও ভাল। বাগান আছে সামনে। কনফারেন্স রুম, মঞ্চ এসবও আছে। তবে এটা মূল রাস্তা থেকে বেশ খানিকটা ঝোপঝাড়ের ভিতর দিয়ে হেটে গিয়ে পৌছতে হবে। খাওয়া দাওয়া এবং ঘুরতে হলে বারবার বাইরে আসা ঝামেলার হবে। যদি বড় দলবল নিয়ে যাওয়া হয়, তবে এটা ঠিক আছে। নতুবা এটার চিন্তা বাদ দেওয়াই ভাল এখানে ভাড়া একেক বেড ৩০০ টাকা করে পুরা রুম ৬০০ টাকা। এ.সি. রুম একটা আছে যেটা ৭০০ টাকা।
YMCA রেস্ট হাউজ অনেক পুরান। সেজন্য সুযোগ-সুবিধা অনেকটাই মান্ধাতা আমলের। ভাড়াও গুনতে হবে প্রায় ৩০০ থেকে ৬০০।
উপজেলা ডাকবাংলো ও আছে যেখানে সরকারী কেউ হলেই শুধুমাত্র সুবিধা পাবেন।


এটা কিন্তু আফগানিস্থান কিম্বা রাজস্থান নয়


কমলা পাহাড়- খুব বড় নয়, কিন্তু মাটি কেটে নেয়ার পর এরকম রঙ দেখা যায় (ছবিটি বন্ধু আরিফের থেকে নেওয়া)


গোলাপী পাহাড়


এইটা আসল চিনামাটির পাহাড়


এই ছবিটি গুগল আর্থ থেক নিয়েছি। এরকম নীল অবশ্য আমি পাইনি

খাওয়া-দাওয়াঃ

নিরালা হোটেলটা বোধহয় সবচেয়ে প্রসিদ্ধ। তবে আরো কয়েকটা ছোটখাট হোটেল আছে। পরাটা আর ডিম এগুলো দিয়ে খাওয়ার কাজ সারাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ।

কি দেখবেনঃ

সোমেশ্বরী নদী,
নদীর ওপারে চিনামাটির এবং আরও নানা রঙের পাহাড় –সাদা,গোলাপী এবং কমলা,
বিজয়পুর বিডিআর ক্যাম্প।
রানীক্ষং চার্চ,
পুটিমারী মিশন।
কালচারাল একাডেমি আর উপজাতীয় যাদুঘর।



বিজয়পুর বি.ডি.আর ক্যাম্পের পাশে নদী, ওপাশে একটু দূরেই ভারত

দুপুর বারটা-একটায় পৌছে সেইদিন জায়গাগুলো ঘোরা কঠিন হবে। এদিন শহরের আশপাশটা একটু দেখতে পারেন। পাহাড়ের পাদদেশেও বোধহয় অনেকে ঘুরতে যায়। তবে এগুলো পাহাড় না বলে টিলা বলাই ভাল, সেহেতু আহামরি কিছু মনে হয়নি বলে আমি সেদিকে যাইনি।
পরের দিন খুব সকালে হোটেল থেকে বেরিয়ে রিক্সা/টেম্পু/বাসে যাবেন উপজেলা শহরে। এরপর নাস্তা শেষে সোমেশ্বর নদীর পাড়ে যাবেন। দূর দিগন্তে উচু পাহাড় দেখা যাবে। (যেগুলো অন্যান্য সব সীমান্তের মতই বাংলাদেশের বাইরে)। নদীর পানি শীতকালে শুকিয়ে প্রায় হেটে পারাপারের অবস্থায় চলে আসে। নদীতে দেখবেন মোটা বালু তোলা হচ্ছে। আবার নদীর তলদেশ থেকে কয়লাও তোলা হচ্ছে। নদী থেকেও যে কয়লা তোলা যায় এটা আগে কোনদিনই জানতাম না। ওপারেই আছে
১) চিনামাটির পাহাড় (সাদা মাটির পাহাড়)
২) গোলাপি পাহাড় এবং কমলা পাহাড়
৩) পুটিমারী মিশন (এটা এডভেন্টিস্ট খ্রীস্টান সম্প্রদায় পরিচালিত একটা স্কুল, যেটা এত নিপুনভাবে সাজানো গোছানো যে এরকম জায়গায় এই জিনিষ আছে সেটা কল্পনাতেও আসে না। সেখানে ঢুকতে অবশ্য ছোটখাট একটু অনুমতি লাগবে।)
৪) রানীক্ষং মিশন-ক্যাথলিক মিশন।
৫) নীল পানি (ব্লগে ছবি দেখে এই জিনিষের আকর্ষন বোধ করছিলাম অনেক আগে থেকেই। কিন্তু গুগল আর্থে যে ছবিটা দেয়া সেটা সবচেয়ে গাঢ় নীল।)
৬) বিজয়পুর বিডিআর ক্যাম্প কিম্বা এর আশপাশ থেকে অনন্য সুন্দর দৃশ্য।
৭) উপজাতীয় কালচালারাল একাডেমি-বিরিসিরি


বিজয়পুর বিডিআর ক্যাম্প

অপশন ১-বেশীরভাগ জায়গার যাতায়াতের একমাত্র ব্যবস্থা মটরসাইকেল। দূর্গাপুরের নাজিরপুর মোড় থেকেই ভাড়া নিতে পারেন। ৪০০-৫০০টাকা নেবে এই সবজায়গা ঘোরার জন্য। এক মটরসাইকেলে দুজন। সময় লাগবে প্রায় ৪-৫ঘন্টা। নৌকায় নদী পার হয়ে মাটির রাস্তা ধরে এইসব ঘোরাঘুরি শেষে গায়ে ধুলো জমে যাবে। সাথে মাস্ক নিয়ে যাওয়া ভাল অন্যান্য আনুষঙ্গিক জিনিষের সাথে।

অপশন ২-দূর্গাপুরে ঘোরাটা এখন পর্যন্ত খুব একটা আরামদায়ক ভ্রমন নয়। মেয়েদের নিয়ে গেলে আরেকটা রুট বেছে নিতে পারেন। সেটা হোল সোমেশ্বরী নদী দিয়ে ইঞ্জিন বোটে বিজয়পুর বি.ডি.আর. ক্যাম্প পর্যন্ত যাওয়া। এতে করে যাবার পথে দূর্গাপুরের আসল সৌন্দর্য সোমেশ্বর নদী আর দূরের পাহাড় নয়ন ভরে দেখতে পাবেন। সব জায়গা হয়তো এতে কাভার করা যাবে না। তবে এই ‘জার্নি বাই বোট’ নিঃসন্দেহে চমতকার হবে। এভাবে গেলে বিজয়পুরের কাছে কামারখালী ঘাট বলে একটা জায়গা আছে, সেখানে নৌকা থামিয়ে মটর সাইকেল অথবা ভ্যান নিয়ে চিনামাটির পাহাড় আর মিশন দেখে আসা হয়তো সম্ভব হতে পারে।


বিজয়পুর বিডিআর ক্যাম্প থেকে দূরে উচু পাহাড়

এভাবে দেড় দিনেই বিরিসিরি ভ্রমন সেরে ৩য় দিন খুব সকালেই বিরিসিরি থেকে বিদায় নিতে পারবেন।
তবে আবারো বলছি-একটু এডভেঞ্চারাস প্রকৃতির না হলে দূর্গাপুরে বেড়ানোটা এখন পর্যন্ত খুব একটা আরামদায়ক ভ্রমন নয়।

জীবনের উদ্দেশ্য

আমাদের এ স্বল্প হায়াত অনেক দামী। একে আমরা অনেকভাবেই ব্যয় করতে পারি। কিন্তু একটু চিন্তা করা দরকার আমরা এটাকে কিভাবে ব্যবহার করব। শ্রেফ জানোয়ারের মত খাওয়া, ঘুম, আর অন্যান্য জৈবিক চাহিদা পূরন করেই এটাকে পার করে দেব নাকি যে বিরাট উদ্দেশ্যে এটা সৃজিত হয়েছে তার দিকে নজর দেব?

প্রত্যেকের উচিত চিন্তা করা যে আগামীকালের জন্য সে কতটুকু তৈরী হয়েছে ! দুনিয়ার হায়াত আমাদের ধোকায় ফেলে দেয়। পার্থিব জীবনের সুখের জন্য মানুষ কত চেষ্টায় না লিপ্ত। অথচ জীবনের উদ্দেশ্য এটা ছিল না। প্রকৃতপক্ষে জীবন কাটানোর জন্য নয়। আমাদের এই স্বল্প হায়াত অনন্ত এক জীবন বানানোর জন্য।
আল্লাহ তায়ালা তার পবিত্র কালামে বহু জায়গায় এই সতর্ক করেছেন। সূরা আল কিয়ামাহ এরকম একট সূরা যা বুদ্ধিমানদের চিন্তার খোরাক হবার জন্য যথেষ্ট। আসুন ১০টা মিনিট ব্যয় করে অর্থসহ এই সূরাটির তেলাওয়াত শুনে নেই।
View this link

Friday, July 8, 2011

Quran with Bangla Translation

Country Statistics

Interesting Information of different aspects of world population, religion, language, birth, death & other information.
World Population
Population, Geography, Religion & other comparative studies of whole world can be found in the following link
CIA World Factbook
Statistics of Proved Gas Reserve (Descending Order). Bangladesh’s Position ?46th
Click this Link

Tech. Links

#1 Essential all files to download:
http://www.filehippo.com/
#2 Test Your Net Speed  to locations around the world
http://www.speedtest.net/
These are actually a collections of useful links that I found in different places on net.

Info Links

Bangladesh Newspaper List
Telephone Of Hospital & Clinics (All Cities in Bangladesh): pdf version.
Telephone Of Hospital & Clinics
links of all the newspaper released in Bangladesh can be found here:

Health Education

Here is the link to learn different exercise-
Click this link
(I will  try to add better links in future)
Sometimes patients can not or do not want to understand that full remedy is not possible in many of the cases. Sometimes it might take a long time to be as normal as before. For them it is better to go through some health education. Unfortunately most of these are in english.
But dont rely solely on these.  These are just giving some ideas.
http://symptomchecker.about.com/od/PatientType/abdomen-pelvis.htm

For Pain see the link below…select chronic pain or others..
familydoctor.org/online/famdocen/home/common/pain.html
For Abdominal problems which is not cured fully after lots of investigations and medicines…pl. click the link below
familydoctor.org/online/famdocen/home/common/digestive/disorders/112.html
Exercise is part of the effective management of pain.

Brain Exercise

Our brain has enormous capacity. But we seldom use it.  Its skill can be increased by specific actions.
Lets do it

The Most Essential Software

In a computer you definitely need the following software:
(You will find source link in the below)
#1 Adobe Reader. This is necessary for reading documents in many websites be it Bangla or English.
#2 Antivirus: At present I have chosen Avast. It is free & alerts very much effectively.
#3 Avro. Avro made Bangla typing easy for all. Just download & you will be master within months if you practice a little.
#4 Adobe Flash player. Another very much essential product from adobe without this many sites or at least many options of a site is not visualized.
#5 Java: To visualize many features in a website Java is a must.
#6 Firefox: With internet explorer you can’t get many advantages of net.
#7 CC cleaner: You might already experienced or soon you are going to experience that your computer is getting slow. This software helps you recovering that. (Defragment is also needed occasionally which is built in windows).
#8 Google Earth: You should not miss the amazing view captured from satellite of your house or many known places.
#9 WinRar file compresser:   Many downloaded files will not work until you decompress them with this soft.
#10 Sygate personal firewall: Most of the above soft are known by all. But to protect unauthorized use of internet this soft is essential. This helps to guard and makes you choose what you want to block.
#11 Skype: Today everybody is getting a skype account like facebook account. Talking is free even bd to bd let apart overseas friends and relatives.
And all of these you will find in one place that is filehippo.com
For Avro:  http://www.omicronlab.com/avro-keyboard-download.html

PDS BCPS & Others



For them it might help…..
PDS update or view
pds link
BCPS link
bcps
Davidson,Parveen Kumar link ( But you need a password to open)
Studentconsult.com

Bangladesh

A very good bd portal where u can find most essential links as you can expect as a Bangladeshi Citizen. >> bdhome
All about Bangladesh Cricket
>> click here
For bd cricket stat database
>> click her

Hajj 2011

This post is dedicated to gather all  the information regarding hajj especially for Bangladeshis who are willing to go in the year 2011.
জনৈক বাংলাদেশী বর্তমানে রিয়াদে থাকেন চমতকার করে লিখেছে দরকারী কিছু কথা নিজের অভিজ্ঞতার আলোকে- লেখাটি এখানে তুলে দিচ্ছি। (মূল লেখাটির লিঙ্ক নিচে দেওয়া আছে।)

পবিত্র হজ্ব পালনেচ্ছুকগণ: জেনে নিন-১

এরই মধ্যে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় অনেকেই পবিত্র হজ্বব্রত পালনের নিয়ত করে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন অথবা করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে আগত অধিকাংশ হাজি নানা ভোগান্তি ও কষ্টের মধ্য দিয়ে একসময় জেদ্দা এয়ারপোর্টে এসে পড়েন। হজ্ব ফ্লাইটের অব্যবস্থাপনা ও ফ্লাইট স্বল্পতার কারণে অপেক্ষমাণ হাজিদের দুর্গতির সীমা থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই।
আমাদের দেশে হজ্ব পালনেচ্ছুকদের মধ্যে অপেক্ষাকৃত বেশি বয়স্ক আর দুর্বলদেহী মানুষের সংখ্যাই বেশি। আমি একমাত্র ভারত,পাকিস্তান আর বাংলাদেশীদের নানান দুরাবস্থায় পড়তে দেখেছি ; বিশেষ করে যারা বয়সের ভারে ন্যুব্জ,যারা ইনস্যুলিন নির্ভর, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হাড় ক্ষয় এবং অন্যান্য জটিল রোগে ভুগছেন তাঁরাও আসছেন। যারা পরিশ্রমী নন অথবা কায়িক শ্রমে যথেষ্ট অভ্যস্ত নন তাঁরা কিন্তু বিপদে পড়ে যাবেন – এ কথা বলাই বাহুল্য।
প্রথমেই দেখে নিন আপনাকে হজ্ব-ভিসার (সৌদি আরবের মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত) মূল কপি দেয়া হয়েছে কী না। লেমিনেটিং করে তা গলায় ঝুলিয়ে নেবেন। এ ছাড়াও আপনাকে বেশ কিছু ডিজিটযুক্ত একটি হ্যান্ড-ব্যান্ড দেয়া হবে (আপনার আইডি’র কম্পিউটার কোড) ; সেটি হাতে পরে নিন। গলায় সব সময় ঝুলিয়ে রাখার মতো একটি ট্রাভেল-ব্যাগ নিতে ভুলবেন না।
মক্কা ও মদিনার যে কোনো হোটেলেই থাকুন না কেন, আপনার আয়োজক, মোয়াল্লেম এর বিজনেস কার্ড / মোবাইল নাম্বার সাথে রাখবেন। তাঁরা দূরে গেলে বা হারিয়ে গেলেও সহায়তার প্রয়োজনে আপনি তাদের কাছে সমস্যা জানাতে পারবেন। ফলে তারা আপনাকে যথাযথ দিকনির্দেশনা দিতে ও দরকারি সহযোগিতা করতে পারবেন।
মক্কায় পৌঁছেই আপনি ধাক্কা খাবেন। কেন না চুক্তি মোতাবেক হয়তো তাঁরা আপনাকে হারাম শরীফের ৫০০ মিটারের মধ্যে আবাসিক হোটেল দেবে বলেছিল, আপনি পেলেন ২ কিলোমিটার দূরে! অতএব পদব্রজ! অথবা দূরে কোথাও(অধিকাংশ হাজিদের আজিজিয়া নামক স্থানে থাকতে হবে); আপনাকে আসতে যেতে হবে হোটেলগুলোর নিজস্ব পরিবহন কিংবা ব্যক্তিগত ব্যবস্থায়।
বাংলাদেশীদের (সরকারি কিংবা বেসরকারি, যে প্যাকেজই হোক না কেন) রাখবে নিম্নশ্রেণীর হোটেলে গাদাগাদি করে। ক্লান্ত, ক্ষুধার্ত আপনার জন্য যে খাবার দেয়া হবে তা দেখে আবারও আপনি ভিরমি খাবেন! খাবার অযোগ্য বার্মিজ রুই মাছ, বিশ্ববিদ্যালয় হল ক্যান্টিন-মার্কা ডাল কিংবা ফার্ম চিকেন। মুখে দিতে পারবেন না। এটি কিন্তু গ্যারান্টেড!
এ সময় চাই অফুরন্ত প্রাণশক্তি আর উদ্দাম। অতএব প্রস্তুতি নিয়ে রাখুন, এই দীর্ঘ সময় আপনাকে হয়তো আধপেটা থাকতে হবে অথবা বিশাল লাইনে দাঁড়িয়ে অ্যারাবিয়ান ফুড কিনতে হবে। আপনাকে আয়োজকরা বোঝাবে, খেতে আসেননি ; এসেছেন আখেরাতের ফায়দা হাসিল করতে!
পটে যান, চুপ থাকেন, সেটিই বোধহয় বেটার।

এ বছর পবিত্র হজ্ব ব্রত পালনে ইচছুক: জেনে নিন-২

হোটেল থেকে বেরুবার আগে পবিত্র হয়ে নিন,অজু সেরে নিন ;যদিও পুরো মক্কাশরিফ জুড়ে অসংখ্য টয়লেট রয়েছে,মাটির নিচে কিংবা ওপরে খুঁজে পেতে কিছু সময়ের অপচয় তো হবেই! হজ্বের সময় যানজট মারাত্মক আকার ধারণ করে। প্রচুর হাঁটার জন্য প্রস্তুতি রাখুন, সেই সাথে কয়েক জোড়া আরামদায়ক স্লিপার সাথে রাখুন। যদি হারিয়ে যান (হারাবেন তো অবশ্যই),সর্বত্রই খুঁজে পাবেন ‘হজ্জ সহায়তা বুথ’। তারা আপনাকে হোটেল, তাঁবু, জমারাত, মসজিদ খুঁজে পেতে সহায়তা করবে।
হজ্ব ও ওমরাহের সময় যদি কোনও জিনিস কোথাও ফেলে যান, ওটা কিন্তু আর খুঁজবেন না। বরং আপনার জিনিসপত্র লাগেজ বক্স এ ভালোভাবে রাখুন। নিজের অর্থকড়ি ঠিকমতো রাখা অথবা মানুষের সাথে লেনদেনের বেলায় সাবধান হোন। পকেটমার হতে পারে যে কোনও সময়।(বাংলাদেশী,পাকিস্তানীরা ছাড়াও আফ্রিকান কেলো গুলু থেকে দুরে থাকবেন।) ব্যক্তিগত নিরাপত্তা ও জিনিসপত্র রক্ষায় নিজেই সচেতন থাকুন। হারাম শরীফে(কাবা’য়) প্রবেশের সময় নিরাপত্তা পুলিশ দ্বারা তল্লাশির জন্য প্রস্তুত থাকতে হবে।কোন পুলিশ ও অফিসারদের সাথে অযথা তর্কবিতর্কে জড়াবেন না। ক্যাম্পে (মিনায়) অবস্থানের অনুমতিপত্র সাথে রাখুন।
ধারনা করা হচ্ছে আরাফাত ময়দানে এ বছরও প্রচণ্ড গরম থাকবে তাই প্রচুর পানি বা প্রচুর তরল পানীয় পান করুন। সবসময় নিজের সাথে পানি রাখুন। এনার্জি ড্রিঙ্ক, নানা রঙ বে-রঙের পানীয় ও শক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ইয়োগার্ট, দুধ ফল এবং ফলের রস শরীরে দ্রুত ও দরকারি পুষ্টি যোগায়। এসব বেশি বেশি খাবেন।
নিশ্চিত থাকবেন যে প্রত্যেকটি আহ্কাম পালনে আপনি সঠিক জায়গায় অবস্থান করছেন। আরাফাত থেকে মুযদালিফায় ফিরে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হয় ; অনেকে আরাফাতের সীমানায় থেকে যান। এটি মনে রাখা খুবই জরুরি। হজ্বের আহ্কাম ভুল করা যাবে না। আবার অনেকে আগেভাগে মিনা’য় চলে যান তাদের তাবুতে ; এ ক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল, বয়স্ক ছাড়া কারও মিনায় অবস্হান করা ঠিক নয়।
মনে রাখবেন যুলহজ্জ্ব এর ৮ তারিখ আপনাকে অবশ্যই মিনায় রাত কাটাতে হবে। ৯ তারিখ মাগরেব পর্যন্ত আরাফাত ময়দানে। চেষ্টা করবেন মসজিদে নীমেরা’র কাছাকাছি অবস্হান করে খুতবাহ্ শুনতে।
মাগরেব এর পর আরাফাত এর সীমানা পেরিয়ে মুযদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন।
১০ তারিখ জমারাতে কঙ্কর নিক্ষেপ করার পর মাথা মুণ্ডন করতে পারেন। মনে রাখবেন শুধুমাত্র সৌদি সরকারের অনুমোদন প্রাপ্ত ক্ষৌরকারদের কাছে কাজটি করাবেন। আশপাশে অনেক পাকিস্তানি কিংবা মিশরীয় ক্ষৌরকার তুলনামূলক সস্তায় কাজটি করবে। কিন্তু যেহেতু তারা ডিজপোসেবল ক্ষুর-কাঁচি ব্যবহার করে না তাই নানান সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হবার সম্ভাবনা থেকে যাচ্ছে।
আপনার ভাগ্য সহায়তা করলে মিনায় জমারাতের ১/২ কিলোমিটারের মধ্যে তাঁবু পেয়ে যেতে পারেন।(বেসরকারি হজ্ব আয়োজনকারী সংস্থাগুলো নিজেদের মুনাফার কথা-ই বেশী ভাবেন। মিনায় তাঁবু জমারাতের যত নিকটে হবে তার ভাড়াও তত বেশী,ধরে নিন আপনাকে তারা সেবা দানের জন্য চ্যারিটি খোলেননি)আমি ২০০৬ এ বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্হাপনায় হজ্বে এসেছিলাম। তখন দেখেছি বাংলাদেশীদের তাঁবু মিনার একেবারে শেষ মাথায়।ধরে নিন পায়ে হেঁটে আপনাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে।
সঙ্গে ছাতা রাখবেন(ছাতা পেয়েও যাবেন বিভিন্ন মোবাইল ফোন কোম্পানী বিনামূল্যে ছাতা বিতরন করে থাকে), বিশেষ করে রেমী (শয়তান কে কঙ্কর মারা) করার সময়। মহিলা, শিশু, দুর্বল, অসুস্থ এবং বৃদ্ধ লোকদের জন্য রেমী করতে যাওয়া উচিত নয়। যে কোন সক্ষম লোক অন্যের(প্রতিনিধি)হয়ে রেমী করতে পারেন। যদি আপনার কিছু পড়ে যায় বা আপনার স্লিপার হারিয়ে যায় তবে নিচু হয়ে তুলতে যাবেন না। আপনি দ্রুত পদদলিত হয়ে যেতে পারেন। দুর্ভাগ্যজনকভাবে অতীতে অধিকাংশ মৃত্যুই রেমী করার সময় ঘটেছে। যদিও জমারাত বিশাল বড় করা হয়েছে। আগের মতো মৃত্যুর ঝুঁকি থাকছে না ; তবুও সাবধান থাকবেন। দূর থেকে আপনি জমারাতে পাথর মারতে চেষ্টা করবেন না। এতে অন্য হাজির গায়ে সে পাথর লাগতে পারে।
(হাজিদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ইতিমধ্যে মক্কা,মিনা,মুযদালিফা,আরাফাত এ বিশেষ ট্রেনের ব্যবস্হা থাকছে এবছর,যদিও জিসিসি দেশের হজ্ব যাত্রী এবং সৌদি নাগরিকরা-ই শুধু এতে চলাফেরার সুযোগ পাবেন,ধারনা করা হচ্ছে এতে করে যানজট অনেক কমে যাবে।)
আইয়ামে তাশরিক এর দিনগুলোতে অনেকে কঙ্কর নিক্ষেপ করার পর বেশি বেশি ছওয়াব এর আশায় মক্কা শরিফে চলে যান, সেখানে নামাজ আদায় করেন। মনে রাখবেন আপনি যেখানেই থাকুন না কেন মিনায় এসে আপনাকে রাত কাটাতে হবে।
এ বছর কোরবানির জন্য ৪১০ সৌদি রিয়াল ধার্য করা হয়েছে। পশু কোরবানি দেয়া অনেক পরিশ্রমের কাজ। তাই কোরবানির টাকা ব্যাংক এ জমা করুন। অবশ্য আপনার মোয়াল্লেমগণ আপনাদের নির্ধারিত টাকা জমা নেবে, পশু জবাই করবে এবং আপনাদের মিনায় তা খাওয়াবে। এবং কোরবানির দিন থেকে আপনার খাবারের মেনুতে গরু/খাসি যোগ হবে।
যাদের ডায়াবেটিক আছে তাঁরা শাক-সবজীর কথা ভুলে যাবেন এটাও গ্যারান্টেড!
সাইফ ভুইয়া (বিডিনিউজ24) অথবা

banglatimes24.com এর সূত্রে-

হজ্ব যাত্রীদের ফি জমাদানের শেষ সময় ৭ জুলাই

আগামী ৭ জুলাই হজ্ব যাত্রীদের ফি জমাদানের শেষ সময় ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। সোমবার সচিবালয়ে মন্ত্রনালয়ের সভাকক্ষে হজ নিয়ে আন্ত:মন্ত্রনালয় সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।
চলতি বছর ব্যালটি হ্জ যাত্রীদের ফি প্রায় প্রায় ৩ লাখ টাকা ধার্য় করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ৭ জুলাই এর পর কোন ফি গ্রহন করা হবে না। কারণ এরপরে ফি জমা নিলে হজযাত্রীর সংখ্যা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিমান মন্ত্রী জানান, হজযাত্রী পরিবহনে বাংলাদেশ বিমানকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে তবে হজযাত্রীদের বিমানের ভাড়া যা নির্ধারন করা হয়েছে তাই থাকবে। ২ লাখ ৫৯ হাজার টাকার নিচে কোন বেসরকারী হজ এজেন্সি হজযাত্রী নিয়ে যেতে পারবেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, হজ এজেন্সীগুলো যেন অল্প অর্থ অফার করে মানহীন উপায়ে হাজী রা নিয়ে যায় তাই এ সিদ্ধান্ত। এ বছর মোট ১ লাখ ২০ হাজার হজযাত্রী নিয়ে যাওয়া হবে বলে জানান মন্ত্রী।
এবার হজযাত্রীদের ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর এবং হাজীদের নিয়ে ফ্লাইট দেশে ফেরা শুরু করবে ১৫ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
Hajj Date :( & some other info can be found in Hajj Official Website)
First day of arrival in the Kingdom for pilgrims is  (29th September, 2011).
Last date for arrival of pilgrims  is 31st October, 2011.
Last date for pilgrims to travel from Jeddah to Madinah by bus is (23rd October, 2011)
Last date for pilgrims to travel from Madinah to Makkah by bus (before Hajj) is (1st November, 2011)
Final date for departure (return trip) (10th December, 2011)
2 Informative sites for Hotels(Residence) in Makka:
>> hotelscombined.com
>> southtravels

Quran and Hadith


For the best Quran software where bangla Mareful Quran translation (Unicode) with search options and different recitation  click the link below…
(Unicode means you can copy the text form here & use it everywhere.)
zekr.org ( but for this link, related soft links and step by step instruction you better visit the following link…..
ইউসুফ সুলতানের বাংলা ব্লগ
In the following links you can find Recitation of Quran from many Qarees all over the world
পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ বাংলা Our Holy Quran
Quaran Tilawat ( At present the 1st soft fulfills the most).
Among many online english translation you can go directly to the following page…
For Online  Translation of Bangla Quran (Mareful Hadith) click the link below.
Bangla Translation of Quran (Though The first software covers all)
For Muntakhab Hadith in Bangla Unicode Format You should visit the following…
http://banglamuntakhab.wordpress.com/
In the following links you can find lots of bangla kitab in pdf format.
banglakitab
In the following links you can find many bayans delivered in Eztema.
{But, keep it in mind that, it is not advisable just only listen them in a relaxed way. For the best result, someone has to strive for them, eager to know what Allah & His Rasul says for mankind.}
Tongi Eztema

Wednesday, July 6, 2011

Baby




For good care of mother and fetus you should visit the following…
Pregnancy.com
For babies:
All information regarding baby:
Baby center
Here you can find directly baby’s milestone:
Milestone Chart(7-12months). You can go other milestone pages from there
Babies growth can be monitored here…
Height & Weight for children:
For Growth chart (Girls) >>>>


For muslim baby names click the link below.
click this link

For Diarrhoeal disease in children
Uptodate link

ব্লগ কি ?

যারা একেবারেই novice, ব্লগ কি তাও জানেন না, তারা সরাসরি নিছের লিংকে ঢু মারুন… ব্লগ কি জানার সাথে সাথে সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগগুলোর একটা তালিকাও পেয়ে যাবেন এখানে…
বাংলা ব্লগের লিঙ্ক

ব্যাক্তিগত অনেকের ব্লগেই বেশ কিছু দরকারী জিনিষ পাবেন। যেমন…
রনি পারভেজ

History

To see a list of oldest cities of continuous habitation click the link below :
(that means those cities which are not abandoned or destroyed)
http://en.wikipedia.org/wiki/Oldest_cities

বাংলা লেখা



আমার বাংলা লেখাগুলো পড়তে চাইলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন-
সামহোয়ারইন (জুহো)



Travel Links

আমার লেখাঃ
সুসং দূর্গাপুর/বিরিসিরি যেতে চান?
 বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্যঃ পর্ব ১
বান্দরবানঃ যাবার আগে জেনে নিন দরকারী কিছু তথ্য : পর্ব ২  

কক্সবাজারের বেস্ট সি ভিউ পাবেন যে রুম থেকে... (কক্সবাজার হিমছড়ির ছবিব্লগ)

Bangladesh The Whole at a glance....see this beautiful clip (youtube video)

Banglalink Banglar Pothe did a wonderful job by their excellent travel show on Bangladesh.
Now many of these are found in youtube uploaded by tinkutraveler...
Here is the main page.....
Banglalink Bnaglar pothe by Tinku

And following are direct link of some excellent clips from them...
The most Gorgeous Waterfall of Bangladesh....

Alir Surongo (The Cave of Coxsbazar)

The most dangerous part of Sangu river

Nafakhum



#1Here are some good travel sites I found in Bangla (mostly on Bangladesh Travel)-
banglatravel.evergreenbangla


You can find information regarding bagerhat  provided by Bangladesh Govt.

MRP(Machine Readable Passport) of Bangladesh

To get MRP form click the site below-
http://www.dip.gov.bd
For details procedure how to get an MRP you can visit  here.
>> tech.bdnews.24.com


My Experience:
You should carry the following things-
#1 Coloured dress (white or whitish like skyblue,ash is not enough)
#2 Comb and a mirror (ha ha) as you might be exhausted after initial procedure. And you will have to sit in front of camera.
#3 Original copy of ID and passport ( beside photocopy).
#4 Glue & a Stappler.
#5 Definitely 3000 or 6000 money. 
#6 Extra money [300] x [year of expiration of your previous passport] (otherwise you need to submit 2 copies of application and you will face police verification if you are not a govt employee)
For further query you can ask me…


Quran and Hadith


For the best Quran software where bangla Mareful Quran translation (Unicode) with search options and different recitation  click the link below…
(Unicode means you can copy the text form here & use it everywhere.)
Quran
( but for this link, related soft links and step by step instruction you better visit the following link…..
ইউসুফ সুলতানের বাংলা ব্লগ

In the following links you can find Recitation of Quran from many Qarees all over the world
Quran Tilawat ( At present the 1st soft fulfills the most).

Among many online english translation you can go directly to the following page…
For Online  Translation of Bangla Quran (Mareful Hadith) click the link below.
Bangla Translation of Quran (Though The first software covers all)
For Muntakhab Hadith in Bangla Unicode Format You should visit the following…
http://banglamuntakhab.wordpress.com/
In the following links you can find lots of bangla kitab in pdf format.
banglakitab
In the following links you can find many bayans delivered in Eztema.
{But, keep it in mind that, it is not advisable just only listen them in a relaxed way. For the best result, someone has to strive for them, eager to know what Allah & His Rasul says for mankind.}
Tongi Eztema

Recent Interest

Herbal Products:
I have gone through some herbal products recently. These are though widely discussed for many years or better to say hundreds of years. However, these are never included in the main line treatment strategy. Rather approved as food supplements only.
Whats wrong if someone try these:
Spirulina:
Spirulina-Wikipedia
Ginseng:
Ginseng-Wikipedia
Spinach (পালং শাক
Remember The good old "Poppy & the sailor man" story.
Spinacch-Wikipedia