Saturday, August 21, 2010

ইসলাম এর প্রারম্ভিক ক্রমানুপঞ্জি

খ্রীষ্টাব্দ
৫৭০ – মহানবী হযরত মুহম্মদ (সাঃ) –এর জন্ম, ক্বাবা ধ্বংসের জন্য ইয়েমেনের আবরাহা কর্তৃক মক্কা আক্রমণ।
৫৭৭ – মহানবীর (সাঃ) মায়ের ইন্তেকাল।
৫৭৯ – মহানবী (সাঃ)–এর দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল।
৫৮২ – চাচা আবু তালেবের সাথে মহানবী (সাঃ) –এর সিয়েরা গমণ।
৫৯০ – দুর্গতদের সাহায্যে মহানবী (সাঃ) –এর ‘হিলফুল ফুযুল’ গঠন।
৫৯৪ – মহানবী (সাঃ) বিবি খাদিজা (রাঃ)-এর ব্যবসার দায়িত্ব নেন এবং ব্যবসা করতে সিয়েরা গমন।
৫৯৬ – মহানবী (সাঃ) ও বিবি খাদিজা (রাঃ) –এর বিবাহ।
৬১০ – মহানবী (সাঃ) –এর নবুয়্যত প্রাপ্তি।
৬১৩নবুয়্যতের ৩য় বৎসরঃ প্রকাশ্যে ইসলামের দাওয়াত।
৬১৫নবুয়্যতের ৫ম বৎসরঃ কিছুসংখ্যক মুসলমানের আবিসিনিয়ায় হিজরত।
৬১৬নবুয়্যতের ৬ষ্ঠ বৎসরঃ আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত।
৬১৭ নবুয়্যতের ৭ম বৎসরঃ মদিনার অদুরে এক উপত্যকায় অবরুদ্ধ মুসলমানগন।
৬১৯নবুয়্যতের ৯ম বৎসরঃ বয়কটের অবসান। আবু তালিব ও বিবি খাদিজা (রাঃ) এর ইন্তেকাল।
৬২০নবুয়্যতের ১০ম বৎসরঃ তাঈফ ও মিরাজ গমণ, আল্লাহর প্রথম ফরয হুকুম- নামায
৬২৩নবুয়্যতের ১৩তম বৎসরঃ মহানবী (সাঃ) ও মুসলমানদের ইয়াসরিব (মদিনায়) হিজরত।
৬২৪নবুয়্যতের ১৪তম বৎসরঃ বদরের যুদ্ধ (৩১৩ জন মুসলমান)। আযান দেওয়া
          শুরু ও রোযা-কে ফরয হিসেবে ঘোষনা । ওয়াজিব হিসাবে সদকায় ফিতর,ঈদ উল-আযহা ও
          ঈদ-উল-ফিতর পালন। কিবলার দিক পরিবর্তন।
৬২৫নবুয়্যতের ১৫তম বৎসরঃ উহুদের যুদ্ধ (৭০০ জন মুসলমান)।
         যাকাত ফরয হিসেবে পালন। 
         মদ হারাম ঘোষণা।
৬২৬ নবুয়্যতের ১৬তম বৎসরঃ বনু মুস্তালিকের অভিযান
৬২৭নবুয়্যতের ১৭তম বৎসরঃ খন্দকের যুদ্ধহজ্জ্বকে ফরয ঘোষণাপর্দার হুকুম
৬২৮নবুয়্যতের ১৮তম বৎসরঃ হুদায়বিয়ার সন্ধি (১৫০০ জন মুসলমান)। খাইবার অভিযান । বিভিন্ন গোত্র প্রধানদের নিকট মহানবী (সাঃ)-এর চিঠি প্রেরণ
৬২৯নবুয়্যতের ১৯তম বৎসরঃ মক্কায় মহানবী (সাঃ)-এর হজ্জ্ব পালন। মুতার (রোমান) অভিযান (৩০০০ জন মুসলমান)
৬৩০নবুয়্যতের ২০তম বৎসরঃ মক্কা বিজয় (১০,০০০ জন মুসলমান)। হুনায়ন, আউরাস এবং তায়েফের যুদ্ধ।
৬৩১নবুয়্যতের ২১তম বৎসরঃ তাবুক অভিযান (৩০,০০০ জন মুসলমান)।
৬৩২নবুয়্যতের ২২তম বৎসরঃ মক্কায় বিদায়ী হজ্জ্ব (১,২৪,০০০ জন মুসলমান)।
৬৩২নবুয়্যতের ২২তম বৎসরঃ মহানবী (সাঃ)-এর ইন্তেকাল। হযরত আবু বকর (রাঃ) খলিফা নির্বাচন। মিথ্যাবাদী মুসাইলিমার বিরুদ্ধে যুদ্ধ।
৬৩৩১০ম হিজরীঃ বসরা, ওমান, ইয়েমেন, হাজরামাউত এ অভিযান
৬৩৪১১ হিজরীঃ বসরা, দামাস্কাস এবং আজনাদিন –এর যুদ্ধ। হযরত আবু বকরের ইন্তেকাল, হযরত উমর ফারুক (রাঃ) খলিফা নিযুক্ত।
৬৩৫১২ হিজরীঃ সেতুর যুদ্ধ। দামাস্কাস বিজয়।
৬৩৬১৩ হিজরীঃ ইয়ারমুকের যুদ্ধ, কাদিসিয়িয়ার যুদ্ধ। মাদাঈন বিজয়।
৬৩৭১৪ হিজরীঃ সিরিয়া বিজয়। জেরুজালেমের পতন।
৬৩৯১৬ হিজরীঃ মিশর অভিযান
৬৪০১৭ হিজরীঃ পারস্য বিজয়।
৬৪১১৮ হিজরীঃ মিশরের আলেক্সজান্দ্রিয়া বিজয়
৬৪২১৯ হিজরীঃ মিশর বিজয়।
৬৪৩২০ হিজরীঃ আজারবাইজান এবং তাবারিস্তান (রাশিয়া) বিজয়।
৬৪৪২১ হিজরীঃ হযরত ওমর (রাঃ) –এর শাহাদাত বরণ। হযরত ওসমান (রাঃ) খলিফা নিযুক্ত।
৬৪৬২৩ হিজরীঃ খুরাসান, আরমেইন এবং এশিয়া মাইনরে ইসলামের বিস্তৃতি।
৬৪৭২৪ হিজরীঃ ঊত্তর আফ্রিকায় ইসলামের বিস্তৃতি। সাইপ্রাস বিজয়।
৬৪৮২৫ হিজরীঃ বাইজ্যান্টাইন অভিমুখে যাত্রা।
৬৫৬৩৩ হিজরীঃ হযরত ওসমান (রাঃ) –এর শাহাদাত বরণ। হযরত আলী (রাঃ) খলিফা নিযুক্ত। উটের যুদ্ধ।
৬৫৭৩৪ হিজরীঃ হযরত আলী (রাঃ) কর্তৃক মদিনা থেকে কুফাকে রাজধানী স্থানান্তর। সিফফিনের যুদ্ধ।
৬৬০৩৭ হিজরীঃ হযরত আলী (রাঃ) কর্ত্তৃক হিজায এবং ইয়েমেন পুনুরুদ্ধার। মুয়াবিয়া ( রাঃ) এর নিজেকে খলিফা ঘোষনা।
৬৬১৩৮ হিজরীঃ হযরত আলী (রাঃ) এর শাহাদত। হযরত হাসান (রাঃ) এর শাসনভার গ্রহনের দাবী ছেড়ে দেন।
৬৭০৪৭ হিজরীঃ উত্তর আফ্রিকা অভিমুখে অগ্রসর। কাবুল বিজয়
৬৭২৪৯ হিজরীঃ খোরাসান অভিমুখে যাত্রা।
৬৭৭৫৪ হিজরীঃ সমরখন্দ এবং তিরমিজ হস্তগত
৬৮০৫৭ হিজরীঃ মুয়াবিয়া ( রাঃ) এর ইন্তেকাল। ইয়াজীদ এর ক্ষমতা দখল। কারবালার মর্মান্তিক ঘটনা এবং হযরত হাসান (রাঃ) শাহাদত বরন।
৬৮৩ – ৬০ হিজরীঃ ইয়াজীদের মৃত্যুবরন।
৬৮৪ – ৬১ হিজরীঃ আব্দুল্লাহ বিন জুবায়ের এর খলিফা হিসাবে ঘোষনা।