Sunday, February 12, 2012

Saint Martin

কিছুদিন আগে সেন্ট মার্টিন ঘুরে গেলাম। এর আগে প্রায় বছর সাতেক আগে একবার গিয়ে সেইদিনই ফিরে এসেছিলাম। তাও অধিকাংশ সময় কাটিয়েছিলাম ছেড়া দ্বীপে। যার ফলে সেন্টমার্টিন কিছুই দেখা হয়নি তখন। এইবার তাই সেন্টমার্টিনে একরাত কাটাবার প্লান করেই যাওয়া। বেশ খানিকটা দেখা হয়েছে। ভবিষ্যতে ইচ্ছা আছে দুইদিন থাকার।



অনেকেই দ্বিধাদ্বন্দে থাকেন সেন্টমার্টিনে কি দেখার আছে বা কি করার আছে। থাকার ভাল জায়গা আছে কিনা সেটা নিয়েও অনেকে সন্দিহান। তাদের জ্ঞাতার্থে বলছি এসব জায়গায় প্রায় ১০ বছর আগে থেকেই চমতকার সব থাকার জায়গা গড়ে উঠেছে। নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভাল। আর সেন্টমার্টিনের মূল আকর্ষন এর peaceful environment. সেটা পাওয়া যাবে না সেখানে না থাকলে। নীচে জনপ্রিয় হোটেলগুলোর একটা ম্যাপ দেবার চেষ্টা করলাম সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে ।
এর মধ্যে Prasad Paradise যদিও renound একটা হোটেল। কিন্তু Blue MArine is the best for its nice location, cleanliness and aristrocracy. অবকাশ থেকে যদিও sunset দেখা যায় তবে এর নোংরা আর পুরান ভাব চোখে পড়ার মত।
তবে আমার কাছে যেখানে থেকে সবচেয়ে ভাল লেগেছে ছিমছাম পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সেটা Blue Sea Eastern Resort. জাহাজ ঘাট থেকে মাত্র ৫ মিনিট হাটা পথ। কোন হৈ হট্টগোল নেই। খরচও reasonable.

সমুদ্র বিলাস সকলেরই জানা made by Humayun Ahmed। যদিও এখন সম্ভবতঃ ভাড়া দেওয়া অন্য কারো কাছে। তবে এখানে থাকার খুব একটা আকর্ষন বোধ করিনি। জনপ্রিয় হোটেলগুলোর মধ্যে নীল দিগন্ত রিসোর্টের Location আমি বের করতে পারিনি। কেউ এ বিষয়ে আমাকে সাহায্য করলে খুশী হব।

Click the play button inside the map to enlarge.

Monday, December 19, 2011

Traveler's Guide by me

বাংলাদেশে দেখার জায়গার অভাব নেই। অভাব কেবল তথ্য আর অবকাঠামোর।...
অনেকটা নিজের তাগিদেই এই সংক্রান্ত লেখাগুলো খুজে খুজে একত্রিত করে রাখা শুরু করলাম। এটা অনেকটাই ছিল অবিন্যস্ত, তবে নিজের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। পরবর্তীতে মনে হল এটা যদি শুধু নিজের কাজে না লেগে অন্যের কাজেও লাগে তবে তো পরিশ্রমটা অনেকটাই সার্থক হয়। সেই চিন্তা থেকে এটাকে সুবিন্যস্ত করার কাজে লাগলাম।... 
সর্বমোট এই ৯টি জায়গা নিয়ে লিখতে গিয়ে অনেক সময় ও শ্রম দিতে হলেও আনন্দ পেয়েছি প্রচুর। বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই নয়টি স্পটের মধ্যে সিলেট এবং কুয়াকাটা আমার জন্য একেবারেই অচেনা। কাজেই এ দুটি লেখায় অনেকাংশেই অন্যের অভিজ্ঞতা বা বর্ণনার সাহায্য নিয়েছি। কোন কোন জায়গাতে অন্যের লেখার লাইন বা প্যারা হুবুহু কপি-পেস্ট করেছি। আবার অনেক জায়গাতেই ভাষাগুলোকে সামান্য রদবদল করতে হয়েছে। তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ। বানানের দিকেও চেষ্টা করেছি নজর রাখতে। এরপরও অনেক জায়গাতেই যে ভুল পাওয়া যাবে সেটা বলাই বাহুল্য। ইনশাল্লাহ পরর্বতীতে আরো নির্ভুল, আরো গোছানো আর সমৃদ্ধ একটা সংষ্করন করার ইচ্ছা রইল।
    Click the link below to download the pdf file. If any problem feel free to inform me.

Saturday, November 19, 2011

Hajj Guide (হজ্ব গাইড)

This is a small effort to share my experience regarding hajj. If it helps you a bit please remind me in your dua.
It mainly focuses on Bangladeshi Hajjis. So Some portions are written in bangla.

First of all you if you need a passport. You can go through it to get a Machine Readable Passport. 



For Makka hotels you can browse the following website...
Makka Hotels in one site




...চলবে ( আপডেট হবে)



Tuesday, August 30, 2011

Mobile

মোবাইল নিয়ে fascination এখন কার না আছে। যদিও একেকজনের পছন্দের ধরন একেকরকম। কেউ Outlook কে ১ নম্বরে রাখে। সাথে Style, colour, slim এগুলো তো বটেই। অধিকাংশ মানুষেরাই এর পরে যেটা খুজে সেটা হোল sound quality, especially mp3 file play করতে গিয়ে । দাম তো একটা factor অবশ্যই।

তবে আমার কাছে পছন্দের মাপকাঠি প্রধানতঃ  ২ টা ।
১) It must be PDA (Personal Digital Assistant). যেটাকে palmtop, handheld, smartphone এসব নামেও ডাকা হয়। এটার মধ্যেও তারতম্য আছে তবে complete হল আমার বিচারে তখনই যখন এখানে office file অর্থাৎ word, excel এসব edit করা যাবে। নইলে internet এখন প্রায় সব mobile এই আছে। এমনকি pdf reader ও অনেকগুলোতেই support করে। অনেক তথাকথিত smart phone (যেমন samsung এর নিচের brandগুলো, Grameen এর crystal) office file শুধু view করতে পারে edit করতে পারে না। তবে এটাও ঠিক, excel আর word দিয়ে কয়জনই বা কাজ করে বিশেষতঃ রাস্তা-ঘাটে।স
২) দাম

এর সাথে -
৩) Speed (অর্থাৎ processor)
4) GPS পেলে খুবই ভাল।
সব দিক বিবেচনা করে আমার প্রথম পছন্দ htc(২০০৮ থেকে ব্যাবহার করছি) . Next samsung (শুনে শুনে)

যাহোক mobile এর যাচাই বাছাই এর best site হোল... gsmarena.com

আর ইউটিউবে সচিত্র প্রতিবেদন দেখতে চাইলে (যদিও কথা বুঝতে খুব অসুবিধা হয়)...